যা-ই বিশ্বাস করো না কেন, আগে যাচাই করে নাও

সচেতন থাকো, তুমি কী ভাবছো — তার প্রতি; সচেতন থাকো, তুমি কি আসলেই বিশ্বাস করতে চলেছো ঐ কথাটি… শুধু এতটুকু বলি, যা-ই বিশ্বাস করো না কেন, আগে যাচাই করে নাও; আর এতে চাই তোমার প্রত্যুৎপন্নমতিত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *